প্রয়াত ক্রীড়া সংগঠক ও ক্রীড়া শিক্ষককে স্মরণ

আগরতলা : প্রয়াত ক্রীড়া সংগঠক ও ক্রীড়া শিক্ষককে স্মরণ। রবিবার রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স ও রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা স্মরণ করলো ক্রীড়া সংগঠক ও ক্রীড়া শিক্ষক নারায়ণ নন্দী এবং শরীর শিক্ষক কানু রায়কে।এদিন উভয় সংস্থার যৌথ উদ্যোগে রাজধানীর এনএসআরসিসি-তে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভার শুরুতে উপস্থিত সকলে প্রয়াত নারায়ন নন্দী ও কানু রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য সহ অন্যান্যরা। তপন ভট্টাচার্য জানান প্রয়াত নারায়ন নন্দী ও কানু রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এইদিন স্মরণ সভার আয়োজন করা হয়েছে। অ্যাথলেটিক্সে পোল ভল্ট শুরু করেছিলেন নারায়ন নন্দী। গ্রামীণ এলাকার খেলোয়াড়দের জন্য তিনি নিজের বাড়ির দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন।বক্তারা প্রয়াত দুইজনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী