তিন মাস্টার অ্যাথলিটকে সংবর্ধনা দেওয়া হল

আগরতলা : মাস্টার অ্যাথলেটিক্স এসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তিন মাস্টার অ্যাথলিটকে।সমাজে এবং ক্রীড়া ক্ষেত্রে তাদের অসাধারণ সেবার জন্য সংবর্ধনা দেওয়া হয় সংস্থার তরফে। সোমবার সন্ধ্যায় আগরতলায় একটি বেসরকারি হোটেলে হয় সংবর্ধনা অনুষ্ঠান।তিন মাস্টার অ্যাথলিট অমিয় দাস, নিখিল সাহা ও অপু রায়কে সংবর্ধিত করা হয় মাস্টার অ্যাথলেটিক্স এসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষে। সংস্থার কার্যকরী সভাপতি তপন ভট্টাচার্য বলেন,এশিয়ান মাস্টার অ্যাথলেটিকস আসরে রাজ্যের প্রতিযোগীরা অংশ নেবে। তা নিয়ে আলোচনা হয় এদিন। এছাড়া মূল বিষয় ছিল বিশেষ কয়েকজন মাস্টার অ্যাথলিট যারা বিভিন্ন ভাবে আমাদের কাজে সহযোগিতা করেছেন, উল্লেখযোগ্য ভুমিকা নিয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশেষ করে অমিয় কুমার দাস। যাকে নিয়ে উনারা গর্ববোধ করেন। ছোট থেকে মানুষের জন্য কিছু করার মানসিকতা ছিল অমিয় দাসের। অমিয় কুমার দাস সব কাজে সামনের সারিতে থাকেন। অন্য দুইজনের সম্পর্কে বলতে গিয়ে কার্যকরী সভাপতি বলেন রাজ্যের খেলাধুলায় বিশাল অবদান নিখিল সাহার। অন্যদিকে কয়েক বছর ধরে ক্রীড়া ক্ষেত্রকে বিশেষ জায়গায় নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন অপু রায়।

Related posts

সুপার ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন ব্লাড মাউথ রানার্স সংহতি ক্লাব

১৪ তম ফেডারেশন কাপে স্বর্ণপদক রাজ্যের মেয়ে রীতা নাগের

ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল অস্মিতা সিটি লীগের