আগরতলা রেল স্টেশনে ফের বাংলাদেশী ও রোহিঙ্গা নাগরিক আটক

Five Bangladeshi Nationals arrested at Agartala Railway Station 3

আগরতলা : অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগ বাংলাদেশী ও রোহিঙ্গা আটক। জি আর পি থানার পুলিস তাদের আটক করে।২ জন বাংলাদেশী নাগরিক ও ৩ জন রোহিঙ্গাকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ জানতে পারে কয়েকজন বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গা আগরতলা রেল স্টেশনে আসতে পারে। সেই সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে ওত পেতে বসে সোমবার সকাল থেকে। অবশেষে বিকাল বেলায় সাফল্য পায় জিআরপি থানার পুলিশ। আটক করা হয় মোট ৫ জনকে। ধৃতরা প্রথমে নিজেদেরকে ভারতীয় দাবি করে। পরবর্তী সময় জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করে তাদের মধ্যে তিন জন রোহিঙ্গা ও দুই জন বাংলাদেশী নাগরিক। ধৃত রোহিঙ্গারা জানায় তারা হায়াদ্রাবাদে যাওয়ার উদ্দেশ্যে এসেছে।ধৃত বাংলাদেশী নাগরিকরা জানায় তারা মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে আসে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। অভিযোগ এভাবে প্রায়শই বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করছে।

Related posts

বিজেপি সরকারের সময়ে স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরি হয়-মুখ্যমন্ত্রী

৪ বাংলাদেশী নাগরিককে আটক করলো জিআরপি-আরপিএফ

শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে টি আর বি টি পরিচালিত টেট-টু পরীক্ষা