ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারিয়ে শিরোপা জম্পুইজলার দখলে

আগরতলা : সিনিয়র মহিলা লিগের শিরোপা দখল করলো জম্পুইজলা প্লে সেন্টার।এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতার শিরোপা দখলের লড়াইয়ে তথা সুপার লিগের শেষ ম্যাচে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো এিপুরা স্পোর্টস স্কুল ও জষ্পুইজলা প্লে সেন্টার। ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে স্পোর্টস স্কুলকে পরাজিত করে চ্যাষ্পিয়ন হয় জষ্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে জষ্পুইজলা প্লে সেন্টার এর হয়ে জয় সূচক গোলটি করে সংগীতা রায়। সুপার লিগে জষ্পুইজলা অপরাজিত থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে চ্যাষ্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে নেয়। অন্যদিকে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগের রার্নাস হয়ে সন্তুষ্ট থাকতে হয় এিপুরা স্পোর্টস স্কুলকে। ম্যাচ শেষে জয়ী দল তথা চ্যাষ্পিয়ন দলের হাতে নগদ ১৫ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন শ্যাম সুন্দর কোং জুয়েলারীর ডিরেক্টর অর্পিতা সাহা। রার্নাস দল এিপুরা স্পোর্টস স্কুলের হাতে ১০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রনব সরকার। লিগের সেরা জষ্পুইজলা প্লে সেন্টার এর ফুটবলার রিংকু খাতুন এর হাতে ট্রফি তুলে দেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। ফাইন্যাল ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় ম্যাচে জয়সূচক গোল করা সংগীতা রায়।

Related posts

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়