আগরতলা টাঊন হলে শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা ঘিরে সাড়া

আগরতলা : রাষ্ট্রীয় একতা দিবস ও পুলিস স্মৃতি দিবসকে সামনে ত্রিপুরা পুলিসের বিভিন্ন কর্মসূচী চলছে রাজ্যে। রবিবার পুলিসের তরফে হয় শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা। আগরতলা টাউন হলে হয় এই অঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশুদের উপস্থিতি ছিল লক্ষনীয়। এদিনের অঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন ট্রাফিক এসপি মানিক লাল দাস। তিনি অঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখার পর জানান পুলিশ স্মৃতি দিবস ও একতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এদিন শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একে ঘিরে শিশুদের মধ্যে ভালো উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস