ছাত্র স্বার্থে টি এস ইউ-র ডেপুটেশন

আগরতলা : রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষকের অভাব। কোন কোন বিদ্যালয় দুইজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। অভাব রয়েছে প্রদাহ্ন শিক্ষকেরও। এই অবস্থায় বি এড পাস করা প্রচুর বেকার বসে আছে। তাই অতি সত্ত্বর শিক্ষক নিয়োগ করে যাতে শিক্ষক স্বল্পতা দূর করা হয়। নির্দিষ্ট সময়ে ছাত্র- ছাত্রীদের স্কলারশিপ দেওয়া। কারণ প্রতি বছর স্কলারশিপ পড়ুয়াদের নির্দিষ্ট সময়ে পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ। এই সব দাবি নিয়ে সোমবার উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে ডেপুটেশন দেওয়া হয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে।তাদের দাবি মধ্যে রয়েছে সম্প্রতি রাজ্যে লাগু করা জাতীয় শিক্ষা নীতি দ্রুত বাতিল, রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ককবরক বিষয়ে লেখাপড়া করার সুযোগ করে দেওয়া।ককবরক শিক্ষক নিয়োগ করারও দাবি জানায় তারা। এদিন সংগঠনের সভাপতি নেতাজী দেব বর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার নেতৃত্বে প্রতিনিধি মূলক স্মারকলিপি জমা দেওয়া হয় অধিকর্তার কাছে ৫ দফা দাবিতে।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী