রাজধানীর রাধানগরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্রে করে সংঘর্ষ দুই গোষ্ঠীর মধ্যে

আগরতলা : রাজধানীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্রে করে সংঘর্ষ দুই গোষ্ঠীর মধ্যে। আহত কয়েকজন মহিলা।কালীপূজার দশমিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারধরের ঘটনা।মামলা দায়ের পশ্চিম আগরতলা মহিলা থানায়। জানা যায় রাধানগর রাধামাধব মন্দির সংলগ্ন ৪ নং আবাসনের মহিলারা অন্যান্য বছরের মতো এবছরও কালী পূজার আয়োজন করে। অপরদিকে আবাসনের পিছনে থাকা বস্তির লোকজন এবার প্রথম কালী পূজার আয়োজন করে। ৪ নং আবাসনের মহিলারা জানান আবাসনের পিছনে বস্তিতে মূর্তি নিয়ে যাওয়ার রাস্তা নেই। বস্তির লোকজন তাদেরকে জানিয়েছে আবাসনের মাঝের রাস্তা দিয়ে তারা তাদের বস্তিতে মূর্তি নিয়ে যাবে। যথারীতি তারা মূর্তি নিয়ে যায়। সুন্দর ভাবে পূজা সম্পন্ন হয়। রবিবার বস্তির লোকজন জানায় তারা দশমী করবে। তখন আবাসনের মহিলারা জানিয়ে দেয় মূর্তি নিয়ে যাওয়ার পর আবাসনের রাস্তার গেইট লাগিয়ে দেওয়া হবে। যথারীতি বস্তির লোকজন মূর্তি বের করে নিয়ে যাওয়ার পর আবাসনের মহিলারা তাদের মূল ফটক বন্ধ করে দেয়। মূল ফটক বন্ধ করে দেওয়ার পর তালার চাবি স্থানীয় এক ক্লাব সদস্যরা কাছে রাখা হয়। কিন্তু বস্তির লোকজন দশমী থেকে এসে ক্লাবের ঐ সদস্যকে মারধর শুরু করে। তাকে বাঁচাতে আবাসনের মহিলারা এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত আবাসনের মহিলারা বাধ্য হয়ে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন। এখন দেখার পুলিস কি ব্যবস্থা নেয়।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী