উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়ে আহত স্কুটি চালক জিবিতে

আগরতলা : যান দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। ফের রাজধানী আগরতলায় যান দুর্ঘটনা।ফের স্বপ্নের উড়ালপুলে স্কুটি দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত এক ব্যক্তি। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান দুর্ঘটনায় উড়ালপুলে এক ব্যক্তি স্কুটি নিয়ে পড়ে থাকার খবর তাদের কাছে আসে।সাথে সাথে ওনারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় এক ব্যক্তি উড়ালপুলের উপর পড়ে রয়েছে। সাথে একটি স্কুটি রয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে দমকল কর্মীরা জিবি হাসপাতালে নিয়ে যান।আহত ব্যক্তির নাম জানা যায়নি।শহরে ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলাউ উদ্বিগ্ন সচেতন মহল।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে