আগরতলা : সাধারণ মানুষকে সচেতন করার বার্তায় রাজধানীতে রেলি।ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ত্রিপুরা শাখার উদ্যোগে বিশ্ব আর্থ্রাইটিস দিবস উপলক্ষে রেলি সংগঠিত করা হয়। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই রেলি করা হয়। আগরতলার আইএমএ হাউসের সামনে থেকে শুরু হয় রেলিটি। রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় আইএমএ হাউসের সামনে গিয়ে শেষ হয় রেলি। উপস্থিত ছিলেন ডাক্তার এসবি নাথ সহ অন্যান্যরা।উদ্যোক্তারা জানান আর্থ্রাইটিস থাকলে পঙ্গু হবে এটা একটা সময় মানুষের মধ্যে ধারনা ছিল। আর্থ্রাইটিসের চিকিৎসা রয়েছে এটা বেশিরভাগ মানুষের জানা নেই। তাই আর্থ্রাইটিসের চিকিৎসার মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এইদিনের রেলি।
বিশ্ব আর্থ্রাইটিস দিবস উপলক্ষে রাজধানীতে রেলি
52
previous post