১৫ বছরের বেশি পুরনো সরকারি যানবাহন গুলি বাতিল করা হবে—সুশান্ত

আগরতলা : ১৫ বছরের বেশি পুরনো সরকারি যানবাহন গুলি বাতিল করা হবে।ভারত সরকারের নির্দেশ অনুসারে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য রাজ্যেও যানবাহন স্ক্র্যাপ পলিসি চালু করা হবে। এই বিষয়ে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। তিনি আরও বলেন যানবাহন স্ক্র্যাপ পলিসির মূল উদ্দেশ্য ১৫ বছরের বেশি পুরনো সরকারি যানবাহন গুলি বাতিল করা হবে। রাজ্যের বিভিন্ন দপ্তরে ১৫ বছরের বেশি পুরনো তিন শতাধিক যানবাহন রয়েছে। এই যানবাহন গুলিকে স্ক্র্যাপ করা হলে ভারত সরকারের কাছ থেকে কিছু অর্থ প্রদান করা হবে। বেসরকারি যানবাহন গুলির ক্ষেত্রে কোন মালিক স্বেচ্ছায় পরিবহন দপ্তরে গিয়ে যদি জানায় সে তার গাড়িটি স্ক্র্যাপ করতে চায়, তাহলে সরকার তাকে সহযোগিতা করবে বলেও জানান মন্ত্রী।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে