নিয়ম মেনে এবছরও হল দুর্গা বাড়িতে কাত্যায়নী পূজা

আগরতলা : প্রথা নিয়ম মেনে রাজধানীর দুর্গাবাড়িতে হল রবিবার কাত্যায়নী পূজা। কথিত আছে কার্ত্তিক মাসের প্রথম দিন থেকে এক মাস ব্রত রাখার পরে এই পূজা করা হয়। প্রতিবছর রাজধানীর ঐতিহ্য বাহী দুর্গাবাড়ি হয়ে থাকে কাত্যায়নী পূজা। এবছরও ব্যতিক্রম হয়নি। এদিন প্রথম দিবসের পুজা হয় নিয়ম মেনে। সোমবার হবে দ্বিতীয় দিবসের পুজা। মঙ্গলবার হবে তৃতীয় দিবসের পুজা। বুধবার হবে দশমী। দাপর যুগ থেকে মহারাজ পরিক্ষীৎ কাত্যায়ন ঋষির আদেশে এই পুজা শুরু করেন। তখন থেকেই এই পুজার প্রচলন বলে জানান দুর্গা বাড়ীর প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। দুর্গাবাড়িতে এদিন পূজায় প্রচুর ভক্ত ভিড় করেন।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি