জিআরপির জালে আরও চার ট্রেনে খাবার পরিবেশনের কাজে যুক্ত কর্মী

আগরতলা : জি আর পির জালে আরও চার ট্রেনে খাবার পরিবেশনের কাজে যুক্ত কর্মী। রেলে করে গাঁজা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার আরও চারজন। জানা যায় ১৬ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রেলে করে গাঁজা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃতরা দেওঘর এক্সপ্রেসে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা সংস্থার কর্মী। পরবর্তী সময় ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ। সেই মামলার তদন্তে নেমে রবিবার আগরতলা জিআরপি থানার পুলিশ আরও চার জনকে গ্রেপ্তার করে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃতরা রানী কমলাবতি এক্সপ্রেসে করে বিহারে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারা সকলে দেওঘর এক্সপ্রেসে খাবার পরিবেশনের সাথে যুক্ত। ধৃতরা হল বিকাশ কুমার, কিষান কুমার, গৌতম কুমার ও সুশীল কুমার। ধৃতরা সকলে বিহারের বাসিন্দা। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ।অভিযোগ প্রতিনিয়ত ট্রেনে গাঁজা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধভাবে গাঁজা পাচারকারীরা।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি