মণিপুর ইস্যুতে রাজধানীতে মোমবাতি নিয়ে মিছিল যুব কংগ্রেসের

আগরতলা : অশান্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। বহু মানুষের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছাড়া। নির্যাতনের শিকার হচ্ছে মহিলারা। এই অবস্থায় অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সোমবার রাজধানীতে মৌন মিছিল থেকে এই দাবি জানানো হয়। মণিপুরের বিভিন্ন এলাকা জ্বলছে। খুন-অপহরণ, নারীদের উপর ঘটছে ক্রমাগত নির্যাতনের ঘটনা। অভিযোগ মণিপুরে এসব ঘটনা ঘটে চললেও নীরব ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুর ইস্যুতে সোমবার সন্ধ্যায় রাজধানীতে মোম বাতি হাতে নিয়ে মিছিল করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।সংগঠনের তরফে দাবি জানানো হয় মণিপুরে রাষ্ট্রপতি শাসনের।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM