ত্রিপুরা রাজ্যে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে—মুখ্যমন্ত্রী

আগরতলা : সরকারের একার পক্ষে নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়া সম্ভব নয়। সকলকে এগিয়ে আসতে হবে। বিজেপির ডক্টর সেল আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।রবিবার বিজেপির ডক্টর সেলের উদ্যোগ রক্তদান শিবির করা হয়। রাজধানীর আইজিএম হাসপাতালে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সেলের কর্মকর্তারা। শিবিরে এদিন বিজেপির ডক্টর সেলের সদস্য সদস্যারা উৎসাহের সাথে রক্তদান করেন।রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজ্যের মানুষকে যেন বহিঃরাজ্যে চিকিৎসার জন্য যেতে না হয় তার ব্যবস্থা করার চেষ্টা চলছে। বহিঃরাজ্যের বড় বড় ৮ টি সংস্থা রাজ্যে হাসপাতাল স্থাপন করতে ইচ্ছা প্রকাশ করেছে। মনিপুরের সিজা হাসপাতাল রাজ্যে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করতে চাইছে। তার জন্য একটা জায়গা চিহ্নিত করে রাখা হয়েছে। তিনি বলেন, নীতি আয়োগের নির্দেশে পাইলট প্রজেক্ট হিসাবে ১২৫ টি বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পাইলট প্রজেক্ট সফল হলে, পরবর্তী সময় সরকারি ও সরকার অনুদান প্রাপ্ত স্কুল গুলিকে এই প্রজেক্টের আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে নেশায় আসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নেশায় আসক্ত ও নেশা সামগ্রী বিক্রেতাদের চিহ্নিত করতে হবে। নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের নজরে নিয়ে আসতে হবে বিষয় গুলি। বর্তমান রাজ্য সরকার মানব বান্ধব।

Related posts

প্রচুর পুলিস-আধা সামরিক বাহিনী মোতায়েন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে

নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪’র উদ্বোধন

আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস আপাতত বন্ধ ভিসার দেওয়ার কাজ