আগরতলা : যারা নেশার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য সকলের কাছে আহ্বান মুখ্যমন্ত্রীর। বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে আহ্বান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার।প্রতিবছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয় রাজ্যেও। বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়ে থাকে সচেতনতার বার্তায়। এবছরও এর ব্যতিক্রম হয়নি। রবিবার বিশ্ব এইডস দিবস পালন করা হয় ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন,স্কুল কলেজে যতবেশি সচেতনতা বাড়বে ততই এইডস থেকে দূরে থাকা সম্ভব। তিনি বলেন চেষ্টা করলে সব সম্ভব। নেশা মুক্ত ত্রিপুরা করতে গিয়ে দেখা যায় এইডসও চলে আসছে। যারা নেশার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য সকলের কাছে আহ্বান মুখ্যমন্ত্রীর।এদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় এইডসের বিরুদ্ধে কাজ করা বিভিন্ন সংস্থাকে। সচেতনতার মাধ্যমেই রাজ্যকে এইডস মুক্ত করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
এইডস নিয়ে সচেতনতার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
26