নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে আগরতলা-আখাউড়া চেকপোস্টে

আগরতলা : আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে অনভিপ্রেত ঘটনায় গ্রেপ্তার ৭ জন। সাময়িক বরখাস্ত করা হয়েছে ৩ জন এস আইকে। আগরতলা-আখাউড়া চেকপোস্টে নিরাপত্তা কঠোর করল পশ্চিম জেলা আরক্ষা প্রশাসন। আখাউড়া চেক পোস্টে কোন ধরনের প্রতিবাদ মিছিল কিংবা বিক্ষোভ সভা যেন কেউ করতে না পারে তার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানান একটি সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের নিকট অনুমতি চেয়েছিল আখাউড়া চেক পোস্টে প্রতিবাদ মিছিল করার জন্য। প্রশাসন থেকে অনুমতি প্রদান করা হয়নি। তাই আখাউড়া চেকপোস্টে যাওয়ার রাস্তায় বাঁশ দিয়ে দুইটি অস্থায়ী ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যাতে করে মঙ্গলবার কেউ আখাউড়া চেক পোস্টে কোন ধরনের প্রতিবাদ সভা কিংবা মিছিল করতে না পারে। জেলা পুলিশ সুপার আরও জানান সোমবার বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। সোমবার রাতেই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে।ঘটনার সাথে যারা যারা যুক্ত সকলকে গ্রেপ্তার করা হবে বলে পুলিস সুপার জানান।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন