রবীন্দ্রভবনের সামনে সভা করলো সনাতনী যুবারা

আগরতলা : সনাতনী যুবাদের বাংলাদেশ চলো অভিযান কর্মসূচীর অনুমতি দেয়নি প্রশাসন।বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে এবং চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তির দাবিতে মঙ্গলবার বাংলাদেশ চলো কর্মসূচির ডাক দেয় সনাতনী যুবারা। কিন্তু মঙ্গলবার প্রশাসন থেকে সনাতনী যুবাদের বাংলাদেশ চলো কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। ফলে সনাতনী যুবারা এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে সমবেত হয়। সনাতনী যুবাদের কর্মসূচিকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য আরক্ষা প্রশাসন থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রবীন্দ্র ভবনের সামনের রাস্তার দুই পাশে অস্থায়ী ব্যারিকেড বসিয়ে দেয় আরক্ষা প্রশাসন। পরবর্তী সময় সনাতনী যুবাদের উদ্যোগে রবীন্দ্র ভবনে সামনে সভা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। প্রতিমা ভৌমিক জানান ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। এর পর থেকে সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে প্রতিনিয়ত। কিছুদিন পূর্বে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। এদিনের কর্মসূচীতে প্রচুর লোক অংশ নেয়।

Related posts

প্রচুর পুলিস-আধা সামরিক বাহিনী মোতায়েন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে

নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪’র উদ্বোধন

আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস আপাতত বন্ধ ভিসার দেওয়ার কাজ