আগরতলা : রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন টি এস এফের এক প্রতিনিধি দল। বুধবার পুষ্পবন্ত প্যালেস ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ হল জনজাতি ছাত্র সংগঠন। এদিন টিএসএফ-র পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টিএসএফ-র সাধারন সম্পাদক হামুলু জমাতিয়া। ছাত্র নেতা জানান রাজ্য সরকার পুস্পবন্ত প্যালেসকে তাজ গ্রুপের হাতে তুলে দিতে যাচ্ছে। টিএসএফ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। পুস্পবন্ত প্যালেসের পরিবর্তে অন্য জায়গায় হোটেল নির্মাণ করা হোক। তাতে কোন আপত্তি নেই টিএসএফ-র। ছাত্র নেতৃত্ব জানান বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বললেন বলে রাজ্যপাল আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, পুরনো রাজভবন তাজ গ্রুপকে সরকার দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রচার হয়েছে।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন টি এস এফের এক প্রতিনিধি দল
51
previous post