আগরতলা : রাজধানীর ভগত সিং যুব আবাসে চলছে এন সি সির এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচী।এনসিসি ১৩ নং ত্রিপুরা ব্যাটেলিয়নের তরফে হচ্ছে কর্মসূচী। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে ১২ দিন ব্যাপী এই কর্মসূচি চলছে। শুক্রবার কর্মসূচীতে উপস্থিত ছিলেন আসাম রাইফেলস-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লেখরা সহ অন্যান্যরা। আসাম রাইফেলস-র ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লেখরা মূলত এনইসি-র প্লেনারি বৈঠকে যোগ দিতে রাজ্যে আসেন। এক সাক্ষাৎকারে আসাম রাইফেলস-র ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লেখরা জানান আসাম রাইফেল ভারতের জনগনের একটা অংশ। আসাম রাইফেলস-র পুরানা ইতিহাস রয়েছে। বর্তমান সমাজ শক্তিশালী। বহু মানুষ আসাম রাইফেলসে যোগদান করছে। দেশের মধ্যে সবচেয়ে পুরানা আধাসামরিক বাহিনী হল আসাম রাইফেলস। এনসিসি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন এনসিসি-র মতো বড় আর কোন সংগঠন নেই। যুব শক্তিকে একত্রিত করে সঠিক দিশায় ধাবিত করে এনসিসি। এনসিসি থেকে বহু ছেলে মেয়ে বর্তমানে আর্মিতে যোগদান করে। যারা এনসিসি-র সাথে যুক্ত তাদের ভবিষ্যৎ উজ্জল বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।১২ দিন ব্যাপী এন সি সির এই কর্মসূচী ঘিরে ক্যাডেটদের মধ্যে ব্যাপক সাড়া।
আসাম রাইফেলসের ডি জি এন সি সির ১২ দিন ব্যাপী এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচীতে
65
previous post