আগরতলা : রাজ্যে ২১ তারিখ এন ই সি বৈঠক হয়েছে অমিত শাহের উপস্থিতিতে। এছাড়াও ছিল বিভিন্ন কর্মসূচী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন অমিত শাহ রাজ্য সফরে এসে। ত্রিপুরার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ঘোষণার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।বিজেপি সভাপতি আরও বলেন, রাজ্যে এন ই সি প্ল্যানি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সুন্দর ভাবে হয়েছে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী সহ সমস্ত অতিথিদের ধন্যবাদ জানান। এটা গর্বের বিষয়। পাশাপাশি আম্বেদকর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নোত্তরে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, মিথ্যে প্রচার করে মানুষের সামনে বিজেপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে কংগ্রেস। আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ এনে সরব কংগ্রেস। রাজ্যেও প্রতিবাদ কর্মসূচী সংগঠিত করছে কংগ্রেস দল। এনিয়ে সোমবার প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, মিথ্যে প্রচার করছে কংগ্রেস। এর ধিক্কার জানান তিনি।
মিথ্যে প্রচার করে মানুষের সামনে বিজেপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে কংগ্রেস—রাজীব
79