প্রদেশ কংগ্রেস ভবনে জাতীর জনককে শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্ব

আগরতলা : বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সংবিধানে আঘাত করার চেষ্টা করছে। ডঃ বিআর আম্বেদকরকে নিয়ে আপত্তি জনক মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মানুষ বুঝে গেছে বিজেপি উচ্চ বর্ণ এবং কয়েকজন শিল্প পতির জন্য কাজ করছে। বৃহস্পতিবার এই অভিযোগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।১৯২৪ সালের ২৬ ডিসেম্বর বেলগ্রামে সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। তাই প্রতি বছর কংগ্রেসের উদ্যোগে দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে সামনে দিনটি পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা সহ কংগ্রেসের পতাকা এবং বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এর পর জাতীর জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস বলেন ১৯২৪ সালের ২৬ ডিসেম্বর বেলগ্রামে সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর মন্ত্র ছিল অহিংসা এবং গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। কর্মসূচীতে প্রচুর কর্মী-সমর্থক অংশ নেয়।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল