আগরতলা : প্রতিবছরের মতো এবারো বিভিন্ন জায়গায় নিয়ম রীতি মেনে হয় কল্পতরু উৎসব। বুধবার সকালে প্রভাত ফেরীর মাধ্যমে কল্পতরু উৎসবের সূচনা হয়। শহর দক্ষিণাঞ্চল কল্পতরু উৎসব কমিটির তরফে হয় এই উৎসব। ১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। সেই থেকেই এই দিনটিতে কল্পতরু উৎসব পালন করেন তাঁর ভক্তরা। মঙ্গলারতি, চণ্ডীপাঠ, উপাসনা, গীতি আলেখ্য—নানা আয়োজন ছিল শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসবে। কাশীপুর উদ্যান বাটিতে ১৮৮৬ সালের ১ জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়ে ভক্তদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। সেই দিনটিকে স্মরণ করেই কল্পতরু উৎসব হয়। ভোরে আশ্রমে মঙ্গলারতি, বৈদিক মন্ত্র ও গীতাপাঠ ছাড়াও শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পুজো হয়। বুধবার রামকৃষ্ণ আশ্রমের পাশাপাশি শহর দক্ষিণাঞ্চলের ভক্তবৃন্দের উদ্যোগে হয় কল্পতরু উৎসব। এনিয়ে ১৮ বছর ধরে তাদের উদ্যোগে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় জমান উৎসবে।