আগরতলা : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটের বিরোধিতায় রাজপথে নামলো সিপিএম। মঙ্গলবার আগরতলা শহরে সাড়া জাগানো প্রতিবাদ মিছিল করে দলীয় কর্মী- সমর্থকরা। চলতি মাসের ১ তারিখ সংসদে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রস্তাবিত বাজেটকে জন বিরোধী বাজেট আখ্যা দিয়ে রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল সিপিআইএম সদর মহকুমা কমিটি। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএম নেতা রতন ভৌমিক, শুভাশিস গাঙ্গুলি, সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। মিছিলটি এইদিন রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী জানান সংসদে বাজেট পেশ করে দেশ বাসীর সাথে চমকের রাজনীতি করেছে বর্তমান সরকার। এই বাজেট প্রতারণা ও বিশ্বাসঘাতকতার বাজেট। এই বাজেটে ত্রিপুরার জন্য কোন কিছু নেই। বেকার ও কৃষকদের স্বার্থে কিছুই নেই বাজেটে। কমিয়ে দেওয়া হয়েছে রেগার বরাদ্দ। তাই এই জন বিরোধী বাজেটের বিরুদ্ধে এদিন প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছে।এদিনের মিছিলে ব্যাপক সংখ্যায় কর্মী- সমর্থক অংশ নেয়।
রাজধানীতে বাজেটের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সিপিএম-র
36
previous post