সুবিচারের দাবি জানালেন মৃত দোকান কর্মচারীর বাবা

Gb Bazar Muder Abijog Famili at Agartala 7

আগরতলা : এক সপ্তাহ পেরিয়ে গেলেও দোকান কর্মচারী মৃত্যুকাণ্ডে পুলিসের ভূমিকায় ক্ষোভ জানালেন মৃত যুবকের পরিবার।শুক্রবার তারা পুলিসের ভূমিকায় ক্ষোভ জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। মৃত যুবকের বাবাব্র অভিযোগ দোকান মালিক পার্থ সাহা খুন করেছে উনার ছেলেকে। উল্লেখ্য রাজধানীর জিবি বাজার এলাকায় এক দোকানে ভাড়া থাকতেন রাহুল আচার্য নামে এক যুবক। এদিন এন সি সি থানা এলাকায় একটি নির্মীয়মাণ ভবনে তাঁর মৃতদেহ পাওয়া যায়। মৃত যুবকের বাড়ি জগতপুর এলাকায়। ঘটনার পরে মৃত যুবকের পরিবারের তরফে মামলা করা হলেও পুলিস এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। স্বাভাবিক ভাবেই পুলিসের ভূমিকায় ক্ষুব্ধ যুবকের পরিবার।তারা ঘটনার সুবিচার চাইছেন। পুলিস কোন ব্যবস্থা আদৌ নেয় কিনা এখন তাই দেখার।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার