আগরতলা : অবৈধ পার্কিং-র বিরুদ্ধে ফের অভিযান ট্রাফিকের। বৃহস্পতিবার পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়। আগরতলা শহরে যানজট নিত্যদিনের সমস্যা। অভিযোগ যত্রতত্র লোকজন যানবাহন দাঁড় করিয়ে রাখছেন। এর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। প্রশাসনিক দুর্বলতার কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যানজট।বৃহস্পতিবার আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এদিন যারা অবৈধ ভাবে যানবাহন পার্কিং করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়। একটি গাড়ি ও বাইক ক্রেন দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়। ট্রাফিক পুলিশের অতিরিক্ত সুপার জানান এই ধরনের অভিযান নিয়মিত করা হবে। বিশেষ করে যারা নো পার্কিং জোনে যান বাহন পার্ক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত ট্রাফিকের অভিযান
29
previous post