আগরতলা : চলতি মাসের ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক ও ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বৃহস্পতিবার পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে জানান পর্ষদ সচিব দুলাল দে। তিনি জানান, মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২২ মার্চ আর দ্বাদশের পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ।এডমিট কার্ড দেওয়া হয়ে গেছে। কিছু সমস্যার কারণে যাদের ফর্ম দেরিতে জমা হয়েছে তাদের আগামী সপ্তাহে এডমিট দেওয়ার চেষ্টা থাকবে।পরীক্ষার্থী, অভিভাবক সহ সকলের কাছে সচিব আবেদন রাখেন অন্য বছরের মতো শান্তিপূর্ণ ভাবে যাতে পরীক্ষা সম্পন্ন হয় সেজন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ২৯ হাজারের উপরে। আর দ্বাদশের পরীক্ষার্থী রয়েছে ২১ হাজারের উপরে। তিনি জানান এবছর মাধ্যমিকে ভেন্যু হচ্ছে ১৪৫, সেন্টার ৬৮ টি। আর দ্বাদশের ভেন্যু হচ্ছে ৯৫ , সেন্টার হচ্ছে ৬০ টি। সচিব আরও জানান এবছর এক্সটারনেল পরীক্ষার্থীরা ১০০ নম্বরেই পরীক্ষা দেবে আগের মতো। মাঝে করোনার সময় তা ৮০ নম্বর করা হয়েছিল। সচিব জানান মাধ্যমিক ও দ্বাদশের প্রথম দিন হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা।
মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা প্রস্তুতি প্রায় চূড়ান্ত—সচিব
28