আগরতলা : এক বাইক চোর পুলিসের জালে। চুরি যাওয়া মোটর বাইক সহ এক কুখ্যাত চোরকে জালে তুলে পূর্ব আগরতলা থানার পুলিস। শুক্রবার রাতে চোরকে আটক করে। ধৃতের নাম সুমন দাস।পরে পুলিস মহেশখলা এলাকায় জঙ্গলে থেকে বাইকটি উদ্ধার করে। সেখানে আরও একটি বাইক পাওয়া যায়। সদর মহকুমা পুলিস আধিকারিক দেব প্রসাদ রায় জানান অপর বাইকটি কোথায় থেকে আনা হয়েছে তা জানার চেষ্টা চলছে। ধৃতের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ রয়েছে। পুলিস পুরো ঘটনার তদন্ত করছে। শনিবার ধৃত সুমন দাসকে আদালতে সোপর্দ করেছে।উল্লেখ্য চলতি মাসের ১২ তারিখ রাজধানীর এমবিবি ক্লাব সংলগ্ন অনির্বাণ দাসের বাড়ি থেকে একটি বাইক চুরি হয়। ঘটনার পরে বাইক মালিক লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই পুলিস টিম তৈরি করে তদন্তে নেমে সাফল্য পায়।আদালতে পেশ অভিযুক্ত।
চুরি যাওয়া বাইক উদ্ধার জঙ্গলে, আটক চোর
28
previous post