Home First post ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার দেওয়া হয় রবীন্দ্র ভবনে

ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার দেওয়া হয় রবীন্দ্র ভবনে

by sokalsandhya
0 comments

আগরতলা : ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার দেওয়া হয় প্রতিবছর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের তরফে। এসসি পড়ুয়া যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে জায়গা করে নেন তাদের স্বর্ণপদক দেওয়া হয়। এছাড়া ষষ্ঠ থেকে নবম ও মাধ্যমিক,উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদেও মেধা পুরষ্কার দেওয়া হয়। এবছরের অনুষ্ঠান হয় শনিবার আগরতলা রবীন্দ্র ভবনে।এদিন অনুষ্ঠানে ছাত্র- ছাত্রীদের হাতে পদক ও আর্থিক পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ২০২৪ সালে মাধ্যমিকে প্রথম দশে এস সি – তিনজন, দ্বাদশে তিনজন স্থানাধিকারিকে স্বর্ণ পদক দেওয়া হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম বিভাগে উত্তীর্ণ ১২৮৮ জনকে পদক ও আর্থিক সাহায্য দেওয়া হয়। তাছাড়া নবম শ্রেণীর ১৭৪, মাধ্যমিকের ৫৬৭ ও দ্বাদশে প্রথম বিভাগে উত্তীর্ণদের পুরস্কৃত করা হয়। আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। কিভাবে এই অংশের ছেলে- মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে দপ্তর সাহায্য করে থাকেন তা তুলে ধরেন। তিনি বলেন, যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার মধ্যে তাদের পরিবারের ছেলে- মেয়ে উচ্চশিক্ষা কিংবা প্রফেশন্যাল কোর্সে বাইরে পড়তে চাইলে দপ্তর আর্থিক ভাবে সাহায্য করে থাকে। এ ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে।উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা সহ অন্যরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles