আগরতলা : বিজেপি সরকার প্রতিষ্ঠার পর প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের কাজ নতুন ভাবে শুরু হয়েছিল। সেই কাজ প্রায় শেষ পর্যায়ে। মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন হবে। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান মুখ্যমন্ত্রী বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধনের জন্য সময় দেওয়ার জন্য। তারা সময় দিলে মার্চ মাসেই পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন হবে। কেন্দ্রিয় সরকার প্রসাদ প্রকল্পে প্রায় ৩৮ কোটি টাকা প্রদান করেছে। তার বাইরে রাজ্য সরকার থেকে প্রায় ৭ কোটি টাকা প্রদান করা হয়েছে।
নতুন রূপে সেজে উঠা ত্রিপুরা সুন্দরী মন্দির উদ্বোধন সম্ভবত মার্চে
26