আগরতলা : ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশনের উদ্যোগ ১৪ তম ফেডারেশন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০২৫ হবে লখনউতে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরা থেকে একজন মহিলা ও একজন পুরুষ জাতীয় আসরে অংশগ্রহণ করবে। রবিবার তাদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। পাশাপাশি দলের শুভ কামনা করেন বডি বিল্ডিং এসোসিয়েশন ত্রিপুরার সভাপতি তনয় দাস। রাজধানীর এক জিম সেন্টারে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এইদিন রাজ্যের দুই প্রতিযোগীর হাতে জার্সি তুলে দেওয়া হয়। তাদের হাতে জার্সি তুলে দেওয়ার পর বডি বিল্ডিং এসোসিয়েশন ত্রিপুরার সভাপতি তনয় দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাজ্য থেকে যাচ্ছে রীতা নাগ ও রাহুল সাহা। তাদের সাথে টিম ম্যানেজার হিসাবে যাবে প্রিয়াঙ্কা দেবনাথ। প্রতিযোগিতায় রাজ্যের দুই প্রতিযোগী প্রতিযোগিনী ভালো ফলাফল করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
একজন পুরুষ ও একজন মহিলা অংশ নেবে ফেডারেশন কাপ বডি বিল্ডিং প্রতিযোগিতায়
25