আগরতলা : প্রতি তিন মাস পরে পরে প্রতিটি জেলায় দিশার পর্যালোচনা বৈঠক হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলির কাজকর্ম নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার দিশার পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা সভা হয় রাজ্য অতিথি শালায়। বৈঠকে উপস্থিত ছিলেন দিশা কমিটির চেয়ারম্যান তথা সাংসদ বিপ্লব কুমার দেব।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সহ-সভাধিপতি বিশ্বজিৎ শীল, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য আধিকারিকরা।বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এতে অংশ নেন। বৈঠক নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্রীয় প্রকল্প গুলি রাজ্য সরকারের মাধ্যমে সঠিকভাবে কার্যকর করতে এই বৈঠক করা হয়। কেন্দ্রের ৪৭ থেকে ৪৮ টি প্রকল্প রয়েছে। এই প্রকল্প গুলি সুযোগ সুবিধা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বৈঠক করা হয় তিন মাস পর পর। এদিন দিশা বৈঠকে উপস্থিত ছিলেন না বিরোধী দলের কোন বিধায়ক।সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিরোধী দলের বিধায়কদের ডাকলেও তারা দিশা বৈঠকে আসেন না। তাঁরা অন্য প্রজাতির। দুনিয়া থেকে তাঁরা বিলুপ্ত হয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে ভাগ্যক্রমে কংগ্রেসের সাথে জোট হয়ে কয়েকটা আসন তাঁরা পেয়েছে। কিন্তু তাঁদের অসংবিধানিক ব্যবহারের কারণে এই আসনগুলিও আগামী দিনে থাকবে না।বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন এবং বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সাংসদ বিপ্লব দেবের উপস্থিতিতে দিশার পর্যালোচনা বৈঠক পশ্চিম জেলায়
14