167
আগরতলা : স্বাধীনতা আণ্ডোলণেড় আপোষহীণ ধারার বীর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২ তম শহীদান দিবস প্রতিবছরের মতো এবারো পালন করা হয়। রবিবার শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপন করে AIDSO/AIDYO/AIMSS. এদিন রাজধানীর বটতলায় হয় তিন সংগঠনের যৌথ উদ্যোগে শহীদান দিবসের অনুষ্ঠান। উপস্থিত নেতৃত্ব শহীদবেদীতে মাল্যদান করেন। ছাত্র নেতা মৃদুল কান্তি সরকার বলেন, বর্তমানে ছাত্র- যুবরা বেশির ভাগি নেশায় আসক্ত হয়ে যাচ্ছে।নেশার কবলে চলে যাচ্ছে। সকল অংশের মানুষ ও সরকারের কাছে আবেদন রাখেন ছাত্র- যুবদের নেশা মুক্ত করার জন্য এগিয়ে আসার। সরকারকে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে হবে। যাতে ছাত্র- যুব সমাজের মধ্যে মূল্যবোধ, মনুষ্যত্ব সম্পন্ন চেতনা গড়ে উঠে।