আগরতলা : বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পালের হাত ধরে সূচনা হল সিটি সার্ভে প্রকল্পের।প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ড্রোনের মাধ্যমে কিভাবে সার্ভে করা হবে তার প্রদর্শন করা হয়।পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন দেশের ১১২ টি শহরের মধ্যে আগরতলা শহরকেও সিটি সার্ভে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিটি সার্ভে প্রকল্পের মাধ্যমে নিগম এলাকার বাসিন্দাদের জায়গা জমির পরিমাপ করা হবে ড্রোন ক্যামেরার মাধ্যমে। এই সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করে সকল প্রকল্প পরিচালনা করা হবে।আগরতলা শহরকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান বিধানসভার উপাধ্যক্ষ। মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মঙ্গলবার সিটি সার্ভে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও বিধায়িকা মিনারানি সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,পুর নিগমের কমিশনার ডাঃ শৈলেশ কুমার যাদব সহ সমস্ত কর্পোরেটর ও আধিকারিকরা।
দেশের ১১২ টি শহরের মধ্যে আগরতলা শহরকেও সিটি সার্ভে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে
13