আগরতলা : oযাদের উচ্ছেদ করা হয়েছে তারা বর্তমানে কোন ঘর নির্মাণ না করে ব্যবসা করতে পারবে। এক মাসের মধ্যে পুর নিগমের পক্ষ থেকে শেড করে তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে ।লেক চৌমুহনী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে এই দাবি করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। লেইক চৌমুহনী বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে সিপিআইএম নেতৃত্বদের সমালোচনা করলেন মেয়র দীপক মজুমদার। লেইক চৌমুহনী বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে সরব হয় সিপিআইএম নেতৃত্ব। এবার তাদের পাল্টা সমালোচনা করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান লেইক চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে উচ্ছেদ অভিযান করা হয়েছে। বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই উচ্ছেদ অভিযান নিয়ে রাজনীতি করছে। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উস্কানি মূলক কথাবার্তা বলছেন। ২৫ বছর ধরে তারা এইসব করে গেছেন। মানুষকে বিভ্রান্ত করেছেন। বর্তমানে উন্নয়ন মূলক কাজ হচ্ছে বলে তারা এই সবকিছু করছে। মেয়র মন্তব্য করেন সিপিএম হল উন্নয়ন বিরোধী। এক কথায় উচ্ছেদ নিয়ে শাসক প্রধান বিরোধী দলে তরজা চলছেই।
উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য শেডের ব্যবস্থা করা হবে- মেয়র
15
previous post