আগরতলা : পুর নিগমের উচ্ছেদের অভিযানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ- ডেপুটেশন এস ইউ সি আই-র। শনিবার এস ইউ সি আইর তরফে পুর নিগমের মেয়রের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সম্প্রতি রাজধানীর লেইক চৌমুহনি বাজারে উচ্ছেদ অভিযান চালায় আগরতলা পুর নিগম। এতে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। পুর নিগমের এই উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানাল এস ইউ সি আই কমিউনিস্ট দল। এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শনিবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করে এসইউসিআই কমিউনিস্ট। অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা, প্রতিটি ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থা করা এবং পুনর্বাসন না দেওয়া পর্যন্ত প্রতিটি পরিবারকে বেঁচে থাকার মত মাসিক অনুদান প্রদান করার দাবি জানানো হয় । নিগমের তরফে বুল ডজার চালানোর প্রতিবাদ জানায় তারা।
পুর নিগমের উচ্ছেদের অভিযানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ- ডেপুটেশন এস ইউ সি আই-র
18
previous post