27
আগরতলা : পরিবেশ রক্ষায় একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জনের উপরে জোর দেওয়া হয়েছে। এবছরের বিশ্ব পরিবেশ দিবসেও এই বার্তা দেওয়া হয়েছে। চলছে সচেতনতা মূলক প্রচার। প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত। বুধবার রাজধানীর প্রাচীন মহারাজগঞ্জ বাজারেও চলে প্রচার। ক্রেতা- বিক্রেতাদের মধ্যে সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি কাপড়ের তৈরি ব্যাগ বিলি করেন। তিনি আহ্বান রাখেন প্লাস্টিক বর্জনের।