আগরতলা : খাদ্য স্বয়ম্ভরতার পথে এগিয়ে যাচ্ছে রাজ্য। বর্তমান সরকারের আমলে রাজ্যের কৃষকরা সর্বোচ্চ সম্মান পেয়েছেন। এখন কৃষককে ক্ষেতমজুর বলা হয় না। প্রধানমন্ত্রী কৃষককে কখনো কৃষক বলেননি- বলেছেন অন্নদাতা। কিষান মোর্চা রাজ্যজুড়ে কৃষক সম্মাননা কার্যক্রম চালিয়ে কৃষকের পা ধুয়ে প্রণাম করে উনাদেরকে সম্মান দিয়েছে যা বিগত ৩৫ বছরে কখনো লক্ষ্য করা যায়নি। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা গুলি বলেন বিজেপি কিষান মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনায়ন্য নেতৃত্বও। কিষাণ সংগঠনের সভাপতি বিরোধী দলের কৃষক নেতাদের সমালোচনা করে প্রশ্ন তুলেন বিগত বিধ্বংসী বন্যার সময় জনবিচ্ছিন্ন এই নেতারা কোথায় ছিলেন? উনাদেরকে তো কৃষকের পাশে একবারের জন্য ও দেখা যায়নি। পাশাপাশি এদিন কিষান মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি জানান বিজেপির রাষ্ট্রীয় সভাপতির নির্দেশে কিষান মোর্চা ২৩ জুন ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী প্রতি গ্রামে দশটি করে বৃক্ষরোপণ করবে। সংগঠনের তরফে বিকশিত কৃষি সংকল্প অভিযানের বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়।
খাদ্য স্বয়ম্ভরতার পথে এগিয়ে যাচ্ছে রাজ্য– কিষান মোর্চা প্রদেশ সভাপতি
27
previous post