Home First post সড়ক দুর্ঘটনা রোধে সকলকে আরো সতর্ক থাকতে হবে: মুখ্যমন্ত্রী

সড়ক দুর্ঘটনা রোধে সকলকে আরো সতর্ক থাকতে হবে: মুখ্যমন্ত্রী

যান চালকদের লাইসেন্স নিয়ে নজরদারি রাখতে হবে ট্রাফিক ও পরিবহণ দপ্তরকে: মুখ্যমন্ত্রী

by sokalsandhya
0 comments

আগরতলা : সড়ক দুর্ঘটনা রোধে সকলকে আরো সতর্ক থাকতে হবে। জাতীয় গড়ের তুলনায় ত্রিপুরা রাজ্যে সড়ক দুর্ঘটনায় অনেক কম মানুষের মৃত্যু হয়। যানবাহন চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে কঠোর নজরদারি রাখতে হবে ট্রাফিক ও পরিবহণ দপ্তরকে। নিরাপত্তার কথা মাথায় রেখে বাইক কিংবা দ্বিচক্র যান চালক ও আরোহীর ডাবল হেলমেট বাধ্যতামূলকভাবে পরিধান করতে হবে।

 

আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে পরিবহণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ১৬টি অ্যাম্বুলেন্স প্রদান এবং ভার্চুয়ালি ভিএলটি (ভেহিকেল লোকেশন ট্র্যাকিং) এন্ড এমটি (মনিটরিং সিস্টেম) এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সড়ক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, পরিবহণ দপ্তর শুধু যানবাহনের রেজিস্ট্রেশন, লাইসেন্স প্রদান নথিপত্র রিনিউ করার মধ্যে নিজেদের কাজ সীমাবদ্ধ রাখছে না। পরিবহন মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই দপ্তর সড়ক সুরক্ষায় বিভিন্ন উদ্ভাবনী কাজকর্ম করছে। এরআগেও পরিবহণ দপ্তর ইন্টারসেপ্টর ভেহিকেল দিয়েছে। আজ ১৬টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করেছে। এরমধ্যে ৮টি ফায়ার সার্ভিস দপ্তর ও ৮টি বিভিন্ন থানার নজরদারিতে পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশেষ করে এসব অ্যাম্বুলেন্স জাতীয় সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকায় মোতায়েন থাকবে। দেশে সড়ক দুর্ঘটনা কমাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর দিশায় দুর্ঘটনা রোধে কাজ করছে।

মুখ্যমন্ত্রী বলেন, যেকোন দুর্ঘটনার পরবর্তী সময়ে দমকল বাহিনীর কর্মীদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। অধিকাংশ ক্ষেত্রে আহত রোগীদের হাসপাতালে পৌঁছানোর গুরুদায়িত্ব তাদের উপর থাকে। এক্ষেত্রে বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় এই কাজে আরো গতি আসবে এবং এই অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসার সুযোগ পাবে। তাই পরিবহণ দপ্তরের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। দুর্ঘটনায় কারোর জীবনহানি হচ্ছে, আবার কেউ চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় প্রাণহানি শুধু সেই ব্যক্তির পরিবারের জন্য নয়, এটা দেশ ও রাজ্যের জন্যও বিরাট ক্ষতি। কারণ মানব সম্পদ আমাদের কাছে অমূল্য। পরিসংখ্যান থেকে দেখা যায় দুর্ঘটনায় জাতীয় গড়ের তুলনায় রাজ্যে মৃত্যুর সংখ্যা ও ক্ষতির সংখ্যা অনেক কম। এটা আরো কম করতে হবে। চেষ্টা করতে হবে যাতে অসতর্কতার দরুণ দুর্ঘটনা না হয়। সড়ক দুর্ঘটনা রোধে একযোগে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দ্বিচক্র যান চালক ও আরোহীদের হেলমেট পরিধানের উপর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শুধু পুলিশ থেকে রক্ষা পেতে নয়, বরং নিজেদের জীবন রক্ষার জন্য হেলমেট পরিধান করতে হবে। হেলমেট থাকলেই হেড ইনজুরি থেকে রক্ষা পাওয়া সম্ভব। ডাঃ সাহা বলেন, এখন থেকে বাণিজ্যিক গাড়িতে গতি নিয়ন্ত্রণের জন্য যন্ত্র বসানো বাধ্যতামুলক হয়েছে। এক্ষেত্রে যাত্রী নিয়ে চলাচলের সময় অতিরিক্ত গতি তুললেই আইনের আওতায় আসতে হবে। রাজ্য সরকার ত্রিপুরা ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি ২০২৪ করেছে। এতে ১৫ বছর পূর্ণ হওয়া সরকারি যানবাহনগুলি আর চালানো যাবে না। রাহবীর প্রকল্পে কোন ব্যক্তি যদি দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তখন তাকে ২৫,০০০ টাকা ও শংসাপত্র প্রদান করা হবে। হিট এন্ড রান স্কিমে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ও গুরুতর আহত ব্যক্তিকে ৫০ হাজার টাকা প্রদানের ব্যবস্থা হয়েছে। এছাড়া কোন দুর্ঘটনায় আহত ব্যক্তিকে অনুমোদিত হাসপাতালে চিকিৎসা হলে দেড় লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, ওভার স্পিডে গাড়ি বা বাইক চালানো সম্পর্কে যথাযথ নজরদারি রাখতে হবে। যান চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা সেটাও দেখতে হবে। ইলেক্ট্রনিক সিগন্যালগুলি অবশ্যই মেনে চলতে হবে। নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো যাবে না। যানবাহনের ফিটনেসের বিষয়টি অবশ্য খেয়াল রাখতে হবে। নির্ভয়া ফান্ড স্কিমে সমস্ত ধরণের গণ পরিবহনে ভিএলটি (ভেহিকেল লোকেশন ট্র্যাকিং) বাধ্যতামুলক করা হয়েছে। যা আজ রাজ্যে চালু হয়েছে।

 

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, পরিবহণ দপ্তরের সচিব ইউ কে চাকমা, পরিবহণ দপ্তরের যুগ্ম কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকগণ।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles