আগরতলা : দলের দেওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। এবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব ন্সিথার সঙ্গে পালন করবেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় একথা বললেন কিশোর বর্মণ। বৃহস্পতিবার তিনি বর্তমান মন্ত্রীসভার ১২ তম মন্ত্রী হিসেবে শপথ নেন। এদিন রাজভবনের দরবার হলে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রনজিত সিংহ রায়, টিঙ্কু রায়, সান্ত্বনা চাকমা, বিকাশ দেববর্মা, সহ বিধায়ক ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। ছিলেন সদ্য মন্ত্রী হওয়া কিশোর বর্মণের পরিবারের সদস্য ও বিজেপির নেতৃত্ব। এদিন সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য মন্ত্রীসভার ১২ তম মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিশোর বর্মণ। অন্য দিকে মন্ত্রী কিশোর বর্মণ ধন্যবাদ জানান দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উনাকে এই দায়িত্ব দেওয়ায়।
কিশোর বর্মণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজভবনে
132
previous post