আগরতলা : টি এন জি সি এল-র পাইপ লাইন ফেটে রাজধানীতে আতঙ্ক জনমনে।অল্পের জন্য রক্ষা পেল রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড এলাকা। বৃহস্পতিবার রাতে মোটরস্ট্যান্ড এলাকায় টিএনজিসিএল-এর গ্যাসের পাইপ লাইন ফেটে এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। রাজধানীর মোটরস্ট্যান্ডে বর্তমানে নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার রাতে শ্রমিকরা নির্মাণ কাজের জন্য মাটি কাটার সময় আচমকা টিএনজিসিএল-এর গ্যাসের পাইপ লাইন ফেটে যায় এবং গ্যাস নির্গত হতে থাকে। এই নিয়ে দেখা দেয় আতঙ্ক। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মী ও পুলিশকে। ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। এক পুলিশ অফিসার জানান গভীর রাতে গ্যাসের পাইপ লাইন ফেটে যায়। সাথে সাথে টিএনজিসিএল ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয়। টিএনজিসিএল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পাইপ লাইন সারাই করে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টি এন জি সি এল-র পাইপ লাইন ফেটে রাজধানীতে আতঙ্ক জনমনে
64
previous post