আগরতলা : বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একজনও অনিয়মিত কর্মচারী নিয়মিত হননি। অথচ ২০১৮ সালের আগে প্রতিশ্রুতি ছিল সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। কিন্তু তা করা হয়নি বিজেপির সাড়ে সাত বছরের শাসনে। কিন্তু পূর্বতন সরকারের সময়ে ১০ বছর পর পর বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মীদের নিয়মিত করা হতো। অভিযোগ বর্তমান সরকার সেই নিয়ম পরিবর্তন করে নতুন বিজ্ঞপ্তি জারি করার কথা বললেও তা করেনি। এই অবস্থায় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে আন্দোলনে নামছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান মঞ্চের আহ্বায়ক তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। তারা জানান ৪ জুলাই রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হবে মিছিল। নিয়মিত করণ সহ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হবে মুখ্য সচিবের কাছে।
অনিয়মিত কর্মীদের নিয়মিত করার দাবিতে আন্দোলনে অনিয়মিত কর্মচারী মঞ্চ
183
previous post