আগরতলা : জম্পুইজলাকে হারিয়ে তৃতীয় ডিভিশন ফুটবলে আসরে এ- গ্রুপে চ্যাম্পিয়ন এন এস আর সি সি। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় এ-গ্রপের চ্যাষ্পিয়ন হওয়ার নির্ণায়ক ম্যাচ ছিল মঙ্গলবার। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় এন.এস.আর.সি.সি ও জষ্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে মুখোমুখি হওয়ার আগে এন.এস.আর.সি.সির সংগ্রহে ছিলো ৪ ম্যাচে ৮ পয়েন্ট এবং জষ্পুইজলা প্লে সেন্টার এর সংগ্রহে ছিলো ৪ ম্যাচে ৭ পয়েন্ট। এদিন ম্যাচে জষ্পুইজলা প্লে সেন্টারকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে আনন্দ ভবনের স্বপ্নকে ভঙ্গ করে দেয় এ-গ্রুপ চ্যাষ্পিয়ন হয়ে ফাইনালে জায়গা করে নেওয়া এন এস আর সি সি। পাশাপাশি আগামি বছর দ্বিতীয় ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করে নেয় এন.এস.আর.সি.সি। তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার শিরোপা দখলের লড়াইয়ে ৭ জুলাই উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হবে বি-গ্রুপের চ্যাষ্পিয়ন দল স্কাইলার্ক ও এ-গ্রুপের চ্যাষ্পিয়ন এন.এস.আর.সি.সি।
জম্পুই জলাকে হারিয়ে তৃতীয় ডিভিশন ফুটবল আসরে এ গ্রুপে চ্যাম্পিয়ন এন এস আর সি সি
167