আগরতলা : সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনাল ম্যাচের ফয়সালা হলো ডিএলএস মেথড পদ্ধতিতে। সোমবার এমবিবি স্টেডিয়ামে নির্ণায়ক এই ম্যাচে ব্লাড মাউথ ক্লাব মুখোমুখি হয় সংহতি ক্লাবের প্রথমে ব্যাট করতে নেমে সংহতি শিবির শ্রীদাম পালের দুর্দান্ত শতকে ভর করে ৫০ ওভারে স্কোর বোর্ডে সংগ্রহ করে ২৭২ রান ৯ উইকেটের বিনিময়ে। পাল্টা খেলতে নেমে ব্লাডমাউথ ক্লাব ৪৮.১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে যখন ২৬২ রান সংগ্রহ করলো, তখন মন্দ আলোর কারণে থেমে গেল ম্যাচ। মন্দ আলোর কারণে আর একটি বল ও গড়ায়নি ২২ গজে। এবার ফাইনাল ম্যাচের ফয়সলার জন্য স্কোরার এবং আম্পায়াররা সহায়তা নিলেন ডি এল এস মেথডের। যাতে রান রেটের নিরেখে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো ব্লাডমাউথ ক্লাব। পয়েন্ট টেবিলে দুদলই সমান ছিল।তবে রান রেটের বিচারে এক রানের বিনিময়ে এবছর সুপার ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো ব্লাডমাউথ ক্লাব।
সুপার ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন ব্লাড মাউথ রানার্স সংহতি ক্লাব
20