আগরতলা: সরকারি সব প্রকল্পের সুযোগ যাতে মানুষের কাছে পৌঁছায় সেই দায়িত্ব কর্পোরেটরদের নিতে হবে। কত সহজ ভাবে স্কিম গুলি মানুষ পেতে পারে সেবিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে কর্পোরেটরদের। মঙ্গলবার পুর নিগমের সেন্ট্রাল জোনে সুশাসন শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আগরতলা পুর নিগমের প্রতিটি জোনে পালা করে হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০।কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলির সুযোগ যারা এখনও পাননি যোগ্য হওয়া সত্ত্বেও তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই শিবির। এর অঙ্গ হিসেবে পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্দ্যোগে নিগমের প্রধান কার্যালয়ে হয় সুশাসন শিবির।এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ,মেয়র দীপক মজুমদার, কমিশনার ড শৈলেশ কুমার যাদব, সমাজসেবক রাজীব ভট্টাচার্য,অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোঃ সাজ্জাদ, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্যরা। শিবিরে বিভিন্ন সরকারি স্টল খোলা হয় লোকজনকে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য।শিবিরে জনগণের জন্য যে সুবিধা গুলি প্রদান করা হয় তা হল পি আর টি সি ,এস সি, ও বি সি সার্টিফিকেট আয়ুষ্মান কার্ড,আধার কার্ড, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সুবিধা। এদিন শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেক প্রকল্প রয়েছে যেগুলি সম্পর্কে জেনে মানুষের কাছে পৌছাতে হবে। উল্লেখ্য,ইতিমধ্যেই দক্ষিণ , পূর্ব এবং উত্তর জোনে শিবির সম্পন্ন হয়েছে। এদিন শিবিরকে ঘিরে আমজনতার মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
পুর নিগমের সুশাসন শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী
135
previous post