আগরতলা : জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের সূচনা হল পুর নিগমের মেয়রের হাত ধরে এমবিবি কলেজে।শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় সেবা প্রকল্পের সাত দিন ব্যাপী বিশেষ শিবিরের। ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির। কলেজে প্রাঙ্গণেই এর সূচনা হয়। এবছর তাদের শিবিরের ভাবনা যুব আমার ভারত এবং যুব ডিজিটাল সাক্ষরতার জন্য। সাত দিন ব্যাপী শিবিরে থাকবে বিভিন্ন কর্মসূচী। ইউনিটের দত্তক নেওয়া গ্রামেও তারা কর্মসূচী গ্রহণ করবে।অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে মেয়র বলেন, রাজ্যে বর্তমানে এস এস এসের সদস্য সংখ্যা প্রায় ৩৫ হাজার। চার শতাধিক ইউনিট সারা রাজ্যে কাজ করছে। আর দেশে রয়েছে ৪২ লাখের মতো এনএসএস-র স্বেচ্ছা সেবক।
এন এস এসের সাত দিন ব্যাপী বিশেষ শিবিরের সূচনা হল এম বি বি কলেজে
124
previous post