আগরতলা : দেশের বর্তমান পরিস্থিতিতে বৈদ্যনাথ মজুমদারের উপস্থিতি অত্যন্ত জরুরী ছিল।তাঁর বিছানার পাশে বসে তাঁর পরামর্শ নিতে পারলেও লাভবান হতাম।কমিউনিস্ট জননেতা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এই মন্তব্য করেন সি পি আই এম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার।মঙ্গলবার আগরতলার টাউন হলে বৈদ্যনাথ মজুমদারের জন্মশতবর্ষে দাঁড়িয়ে মানিক সরকার বলেন আজ সময়ে হয়েছে বৈদ্যনাথ মজুমদারের আদর্শকে তুলে ধরার। এটাই শিক্ষা হিসেবে দায়িত্ব পালন করা কাকে বলে শিখতে পারা যায়।পাঁচ বার বিধানসভা নির্বাচনে জিতেও স্বেচ্ছায় সরে গেছেন এই সংসদীয় রাজনীতি থেকে।অথচ পনের বছরের মন্ত্রী হিসেবে যখন যে দফতরের দায়িত্ব পেয়েছেন সাফল্যের সাথে করে গিয়েছেন।পার্টি যখন যা দায়িত্ব দিয়েছে সাফল্যের সাথে পালন করেছেন। ত্রিপুরার দুর্গম এলাকাতে দ্রুত উন্নত পরিবহন ব্যবস্থা পৌঁছানোর সাফল্য বৈদ্যনাথ মজুমদারের বলে মানিক সরকার দাবি করেন।সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মানিক সরকার বলেন যে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া গড়া হয়েছিল সেই উদ্যেগ আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেস দেখাতে পারেনি। ফলে যে ফলাফল মানুষের জন্য অপেক্ষা করছিল সেটা হয়নি। তিনি বলেন বিজেপির ভোট ভাগ পদ্ধতি রুখতে কংগ্রেস ভূমিকা নিল না ফলে বিজেপি লাভবান হয়েছে।তবে এতে উল্লসিত হবার কিছু নেই বিজেপির।এই অবস্থা থাকবেনা। ২৪ এ মানুষের অন্য চেহারা দেখা যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তবে তিনি বলেন রাজ্যে যে অবস্থা চলছে তাতে গণতন্ত্র আক্রমণের মুখে কাতরাচ্ছে। রাজ্যে গণতন্ত্রের ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে চলছে এই বিজেপি। তিনিমন্তব্য করেন। টাউন হলসভায় উপস্থিত ছিলেন সিপি আই এম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস সহ অন্যরা।
বৈদ্যনাথ মজুমদারের জন্মশতবর্ষের আলোচনা সভা টাউন হলে
123
previous post