আগরতলা : দুইদিন ব্যাপী অল ত্রিপুরা প্যাথলজিকাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশনের নবম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন হবে চলতি মাসে। ১৬ ডিসেম্বর শুরু হবে দুইদিন ব্যাপী সম্মেলন ডায়াগকন।আগরতলা প্রেস ক্লাবে বুধবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সংগঠনের কর্মকর্তারা। তারা জানান রবীন্দ্র শত বার্ষিকী ভবনে হবে সম্মেলন। অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স এসোসিয়েশান বেসরকারী ল্যাবরেটরি ও এক্সরে ক্লিনিকের মালিকদের সংঘটন। ৪০০ এর বেশী প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এই সম্মেলন ১৬ ডিসেম্বর উদ্বোধন হবে সকালে। এর পরে হবে রক্তদান শিবির। উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা গন এবং অন্যান্য অতিথিগণ।সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে।
অল ত্রিপুরা প্যাথলজিকাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন শুরু ১৬ ডিসেম্বর
209
previous post