আগরতলা : ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে পুরুষদের তুলনায় মহিলারা ৩ শতাংশ ভোট বেশি দিয়েছেন। আর মহিলাদের ৩ শতাংশ ভোটেই বিজেপি সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। বিগত ২৫ বছরে বাম আমলে মাত্র ৪ হাজার স্ব-সহায়ক দল ছিল। আজকে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজারের উপরে।বনমালিপুরে ১৬০০ মহিলা স্ব-সহায়ক দলের মাধ্যমে সুযোগ সুবিধা নিচ্ছেন। রবিবার বনমালীপুর মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে মহাসম্মেলনে একথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন রাজধানীর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে বনমালীপুর এলাকার স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে হয় একদিনের মহাসম্মেলন।এই সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা, বিজেপি বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে, কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা।প্রদেশ বিজেপি সভাপতি বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধান মন্ত্রী হওয়ার পরে পরিকল্পনা করেন গরীব মহিলাদের জিরো ব্যালেন্সে ব্যাঙ্ক একাউন্ট করার। মাতৃশক্তির জন্য সমস্ত সরকারি প্রকল্প তারা যাতে সমস্ত আর্থিক সুবিধা ব্যাঙ্কের মাধ্যমে করা হয় এর ব্যবস্থা করেছেন। এদিন রাজীব বাবু বিভিন্ন ইস্যুতে পূর্বতন বাম সরকারের সমালোচনা করেন।তিনি বলেন, আগে মহিলাদের সম্মান দেওয়া হতো না।
স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে মহাসম্মেলন বনমালিপুরে
197
previous post