3
আগরতলা : জলের মোটর সহ বিভিন্ন জিনিস এক বাড়ি থেকে চুরির ঘটনায় এক চোরকে আটক করে পুলিসে দিল জনতা। ধৃত যুবক চুরির ঘটনা স্বীকার করেছে। রাজধানীর জয়পুর এলাকার এক বাড়িতে চুরির ঘটনায় আটক এক চোর। জানা যায় এলাকার বাসিন্দা সোহেল হোসেন রনির বাড়িতে শনিবার ভোরে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক সোহেল হোসেন রনি জানান চোর ওনার বাড়ি থেকে জলের মোটর, রান্নার গ্যাসের সিলিন্ডার সহ আনুমানিক নগদ ৪ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় তিনি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরকে শনাক্ত করেন। পাশাপাশি থানায় মামলা দায়ের করা হয়। রবিবার শনাক্ত হওয়া চোর পুনঃরায় জয়পুর এলাকায় গেলে তাকে আটক করা হয়।