Home খেলা প্রীতি ক্রিকেটে জয় অব্যাহত জেআরসি-র

প্রীতি ক্রিকেটে জয় অব্যাহত জেআরসি-র

by sokalsandhya
0 comments

আগরতলা : প্রীতি ক্রিকেটে নিজেদের অভিষেক ঘটানোর মধ্য দিয়ে বৃহত্তর একটা ইঙ্গিতও রয়েছে। সাংবাদিক ক্রিকেটারদের দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে প্রীতি ক্রিকেটে সামিল হওয়ার মধ্য দিয়ে একদিনের বিনোদনপূর্ণ দুপুর কাটানোর পাশাপাশি কলেজের সামগ্রিক প্রেক্ষাপট, মাধ্যম দুনিয়ার লোকদের সঙ্গে শেয়ার করাটাও অত্যন্ত যৌক্তিকতা পূর্ণ। ‌ সাম্প্রতিক উন্নয়ণশীল শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক। ভবনস্ ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন-এর অধ্যক্ষ ড. রজত দে এভাবে বিষয়টা শেয়ার না করলে প্রচার মাধ্যমের সামাজিক কর্তব্যবোধেও বিষয়টির অপূর্ণতা থেকে যেত। নিঃসন্দেহে অভিষেক ম্যাচেই দারুন লড়েছেন ভবনস্ কলেজের অধ্যাপক-ছাত্ররা। অপরদিকে জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে জেআরসি। নিয়মিত প্রীতি ক্রিকেটে লেগে থাকা সাংবাদিক ক্রিকেটারদের দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আজ, মঙ্গলবার ৬ উইকেটের ব্যবধানে ভবনস্ ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন-কে হারিয়ে জয়ের ধারা অটুট রেখেছে। সবুজায়ন পরিবেশের শংসাপত্রে ভূষিত ভারতীয় বিদ্যাভবন গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে জেআরসি ফের জয় লাভ করেছে। জয় পরাজয় নিছক কাগজে-কলমে, পরিসংখ্যানের হিসেব-নিকেশে। প্রকৃতপক্ষে বিনোদনমূলক একদিনের শরীরচর্চা এবং প্রীতিমূলক বাতাবরণে গঠনমূলক, সৃজনশীল মতবিনিময় এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়। টস-এ জিতে বিটিসিটিই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিখুঁত ১০০ রানের টার্গেট ছুঁড়ে দেয়। জবাবে জেআরসি চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ‌দুর্দান্ত বোলিংয়ের সৌজন্য স্বরূপ জাকির হোসেন ম্যান অব দ্যা ম্যাচ এবং সেরা বোলারের পুরস্কার পান। এছাড়া, সেরা ফিল্ডার হিসেবে পিনাক ভট্টাচার্য ও সেরা ব্যাটসম্যান হিসেবে অরূপ রায় বর্মন পুরস্কৃত হয়েছেন। ভবনস্ কলেজের পক্ষে ব্যাটে-বলে পিনাক, অধিনায়ক ড. সন্দীপ সাহা, ড. মৃদুল চক্রবর্তী, সুবীর দে, জয়দীপ দেবনাথ ও তুষার গুপ্ত পুরো দলকে নিয়ে লড়াকু মেজাজে খেললেও জেআরসি-র জাকির, অরূপের পাশাপাশি অধিনায়ক অভিষেক দে, অনির্বাণ দেব, সুব্রত দেবনাথ, প্রসেনজিৎ সাহা, বিশ্বজিৎ দেবনাথ, মিল্টন ধর, বিষ্ণুপদ বণিক, মনোজিৎ দাস, রবীন্দ্র শর্মা, দিব্যেন্দু দে, অভিষেক দেববর্মা-দের সম্মিলিত পারফরম্যান্সের কাছে টিম ভবনস্

 কলেজকে হার মানতে হয়েছে। ম্যাচের শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভবনস্ কলেজের অধ্যক্ষ ড. রজত দে, ভারতীয় বিদ্যাভবন-এর চেয়ারপার্সন দেবাশীষ চক্রবর্তী, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলা শুরুর আগে মনোজ্ঞ মতবিনিময় ও আলোচনাচক্র অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি তথা জেআরসি-র অন্যতম উপদেষ্টা সরযূ চক্রবর্তী, বরিষ্ঠ সাংবাদিক সুজিত চক্রবর্তী, অধ্যক্ষ ড. রজত দে প্রমূখ সংক্ষিপ্ত বক্তৃতায় উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করেন। জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ, সাধারণ সম্পাদক অভিষেক দে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনে ভবনস্ ত্রিপুরা কলেজ পরিবার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রীতি ক্রিকেট ম্যাচ ও সামগ্রিক অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজনে আম্পায়ার বসন্ত কর্মকার, প্রিয়তোষ রায়, উপস্থাপনায় অপরাজিতা ব্যানার্জি, ব্যবস্থাপনায় মালা মোদক, সঞ্চিতা মজুমদার, রুনা গুহ এবং ধারাভাষ্যকার নীলাদ্রি সাহার ভূমিকাও ছিল অনস্বীকার্য।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles